ট্যাব দুর্নীতির মামলায় শিরোনামে গাজোল ব্লকের ডোবা খোকসান কে আর উচ্চ বিদ্যালয়। এই স্কুলের এবার ২৪ জন ছাত্রছাত্রীর টাকা অন্যদের অ্যাকাউন্টে ঢুকেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার মজুমদার বলেন, তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের রাজ্য সরকার ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা করে দিয়ে থাকে। এবছরও যথারীতি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। তার স্কুলের ৭০ জন পড়ুয়া এই প্রকল্পের উপভোক্তা৷ অথচ ২৪ জন ছাত্রছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য সংশ্লিষ্ট শিক্ষা পোর্টালে আপলোড করা সত্ত্বেও টাকা ঢুকেছে অন্যদের অ্যাকাউন্টে ৷ ঘটনা নজরে আসতেই ৯ ই নভেম্বর গাজোল থানায় লিখিত অভিযোগ জানান তিনি। গোটা ঘটনা জানতে পেরে মঙ্গলবার স্কুল পরিদর্শনে আসেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বাণীব্রত দাস সহ অন্যান্য আধিকারিকেরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । খতিয়ে দেখা কাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে ।
আপনার পছন্দের সংবাদ
-
4 years ago
সর্পদংশনে মৃত্যু যুবকের, শোকের ছায়া এলাকাজুড়ে