
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৮ মার্চ : নির্ভয়ে ও শান্তিতে ভোটদান করার আশ্বাস দিয়ে গ্রামীন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে রুটমার্চ করলেন উত্তর দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার তথা উত্তর দিনাজপুরের জেলাশাসক এবং রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার।
বৃহস্পতিবার রায়গঞ্জ থানার বরুয়া গ্রামপঞ্চায়েতের রাড়িয়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে নিয়ে রুটমার্চের পাশাপাশি স্থানীয় ভোটারদের সাথে কথাও বলেন উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মীনা ও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার। এলাকার ভোটাররা খুব সন্তুষ্ট আছেন এবং তাঁরা নির্ভয়ে নির্বিঘ্নে ভোটদান করবেন বলে জানিয়েছেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। উল্লেখ্য, আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় উত্তর দিনাজপুর জেলায় ৯ টি বিধানসভায় ভোটগ্রহণ। জেলার প্রতিটি বিধানসভা এলাকার ভোটাররা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটদান করতে পারেন সেজন্য সচেষ্ট নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে বিধানসভা এলাকাগুলিতে ভোটারদের আশ্বস্ত করতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। ভোট দেওয়া নিয়ে কেউ কোনওরকম হুমকি বা শাসানি দিচ্ছে কিনা তারও খোঁজখবর নেন আধিকারিকরা। জেলাশাসক জানান, এলাকায় সাধারন ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে এবং নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটদান করার আশ্বাস দেওয়া হয়েছে। বাসিন্দারা জানিয়েছেন তাঁরা প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট আছেন।
