নিজস্ব সংবাদদাতা রায়গঞ্জ : সামান্য একটি পোস্ত দানা। খালি চোখে দেখাটাই দুষ্কর,অথচ এই পোস্তদানার উপর ভারতের জাতীয় পতাকা এঁকে তাক লাগিয়ে দিলো রায়গঞ্জের কসবা এলাকার যুবক বলরাম সরকার। সবথেকে ছোটো জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ নাম তুলে ফেলেছে বলরাম।
- দেখুন ভিডিও……….
রায়গঞ্জের কসবা মোড় এলাকার বাসিন্দা বলরাম ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসে। যদিও প্রথাগত শিক্ষা নেই। মনের আনন্দে তার হাতে রঙীন হয়ে ওঠে সাদা ক্যানভাস। টিভিতে মুড়ি,চিঁড়ের উপর নানা ধরনের শিল্পকর্ম দেখে নতুন কিছু করার ইচ্ছা জাগে বলরামের। থেকেই পরীক্ষা নিরীক্ষা শুরু। দীর্ঘ প্রচেষ্টার পর মিলেছে সাফল্য।
ছোট্ট পোস্তদানার ওপর জাতীয় পতাকা এঁকে সকলকে চমকে দিয়েছে সে। এই কাজের সুবাদে সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকেও বলরামের এই কৃতিত্বকে মান্যতা দিয়েছে বলে জানিয়েছেন বলরাম সরকার। বলরামের দাবী এটিই সবথেকে ছোটো জাতীয় পতাকা।