নিজস্ব সংবাদদাতা , মানিকচক, ০৪ নভেম্বর : সংঘের সদস্যাদের পোষাক তৈরির বরাত দেওয়ায় জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ঘন্টাখানেক অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। বুধবার দুপুরে এঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর স্ট্যান্ডে।
মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। যদিও পরবর্তীতে পুলিশকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্বাভাবিক হয় যান চলাচল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানিয়েছেন, করোনা আবহে কাজ না থাকায় আর্থিক অনটনে ভুগছেন কয়েকশো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনের তরফে পোশাকের দায়িত্ব দেওয়ার পর সেই দায়িত্ব থেকে তাদের আবার সরিয়ে দেওয়ার ঘটনায় চরম অসুবিধার মধ্যে রয়েছেন সমস্ত মহিলারা। তাই প্রশাসন যাতে করে সংঘের মহিলাদের বদলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পোশাক তৈরির দায়িত্ব দেয় সেই দাবি তুলেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, বিদ্যালয়ের পড়ুয়াদের পোশাকের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল দিন কয়েক আগে। তবে আবার সেই দায়িত্ব থেকে তাদের সরিয়ে সংঘের সঙ্গে যুক্ত মহিলাদের অনৈতিক ভাবে দায়িত্ব দিয়েছে। বিগত বছরগুলোতে এই পড়ুয়াদের পোশাকের জন্য তাদের দায়িত্ব দেওয়া হলো এবছর তাদের বঞ্চিত করে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ মহিলাদের। এই অভিযোগ নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও কোন ব্যবস্থা হয়নি এমনটাই অভিযোগ ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। তাই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় এনায়েতপুর অঞ্চলের শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। নিজেদের দাবি দফায় অবরোধ থাকলে ঘটনার খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে এবং যান চলাচল স্বাভাবিক হয়।