নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ০৪ নভেম্বর : বিভিন্ন প্রকার দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন দিতে এসে প্রধানকে না পেয়ে উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী সমর্থকেরা। বুধবার ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত ভবন চত্বরে।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, কিষাণ জাতিক সমর্থিত নির্দল সদস্য প্রধান অজয় মন্ডল এবং উপপ্রধান রিতা সরকার ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ নানান রকম দুর্নীতির সাথে যুক্ত। এদিন তৃণমূলকর্মীরা ডেপুটেশন দিতে এলে প্রধানকে না পেয়ে উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তীতে ভূতনি থানার বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে কিষান জাতি সমর্থিত নির্দল প্রার্থীরা ৭ টি আসনে জয়লাভ করে , বিজেপি ৫ টি আসনে জয়লাভ করে এবং তৃণমূল কংগ্রেস ২টি আসনে জয়লাভ করে। পরে কিষান জাতিক সমর্থিত নির্দল সদস্যরা পঞ্চায়েত গঠন করে। কিষান জাতিক সমর্থিত নির্দল সদস্য অজয় মন্ডল প্রধান এবং রিতা সরকার উপপ্রধান পদে নির্বাচিত হন।তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বর্তমানে দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েত অকেজো হয়ে পড়েছে এবং বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িয়ে পড়েছে প্রধান সহ সদস্যরা ও পঞ্চায়েত কর্মীরা। ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা, চৌকিদারি ট্যাক্স, রাস্তা ও বিভিন্ন রকম দুর্নীতিতে জড়িত প্রধান অজয় মণ্ডল সহ অন্যান্য সদস্যরা। পরবর্তীতে ভূতনি থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।