নিউজ ডেস্ক , ১৯ নভেম্বর : আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে স্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চেয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠালেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। চিঠিতে প্রতিটি স্পর্শকাতর বুথেই ৪ জন করে সশস্ত্র বাহিনী মোতায়েন রাখার পাশাপাশি দ্রুত কোনো বুথে পৌঁছানোর জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করার কথা বলা হয়েছে।
তবে বিগত পঞ্চায়েত, লোকসভা ভোটে গণ্ডগোলের কারণে প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি জানিয়েছে বিরোধীরা ৷ কারণ তাদের আশঙ্কা পুলিশ দিয়ে ভোট করালে তা অবাধ ও শান্তিপূর্ণ হবে না। সেক্ষেত্রে ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কি না তা সন্দেহ রয়েছে। তাই প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। তবে নির্বাচন কমিশন এখন কী সিদ্ধান্ত নেয় এখন সেটাই দেখার।