বিধানসভা ভোটের আগে উদ্বাস্তুদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী, লক্ষাধিক পরিবারকে দেওয়া হবে পাট্টা

নিউজ ডেস্ক , ১৮ নভেম্বর :  দোরগোড়ায় রাজ্য বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে উদ্বাস্তুদের মন পেতে উদ্যোগী হল রাজ্য সরকার। উদ্বাস্তু পরিবারগুলিকে পাট্টা দেওয়ার কাজ শীঘ্রই শুরু হবে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে বিভিন্ন ২৫ হাজার উদ্বাস্তু পরিবারকে জমির পাট্টা দেওয়ার কাজ শেষ করবে রাজ্য প্রশাসন ৷

এছাড়াও জানুয়ারির আগে আরও ১ লক্ষ পরিবারকে পাট্টা প্রদানের প্রক্রিয়াও শুরু হচ্ছে। সম্প্রতি উদ্বাস্তু কলোনির জমির মালিকানা সংক্রান্ত সমস্যা নিরসনে সম্প্রতি ১ লক্ষ ২৫ হাজার উদ্বাস্তু পরিবারকে পাট্টা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সব উদ্বাস্তু কলোনির সব পরিবারকে ধাপে ধাপে জমির পাট্টা প্রদান করা হবে বলে রাজ্যের তরফে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যের প্রায় ১১৯ টি উদ্বাস্তু কলোনির বাসিন্দারা এই পাট্টা পাবেন। তবে যতদিন তাঁদের হাতে পাট্টা দেওয়া সম্ভব না হচ্ছে, ততদিন রাজ্যের পক্ষ থেকে ‘লেটার অফ অ্যাশিওরেন্স পত্র দেওয়া হয়েছে বলে ভূমি দপ্তর জানিয়েছে। এটি জমির দলিলের বিকল্প নথি হিসাবে ব্যবহার করতে পারবেন উদ্বাস্তু কলোনীর বাসিন্দারা।

Next Post

পচা গলা মৃতদেহ উদ্ধার রায়গঞ্জে

Wed Nov 18 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৮ নভেম্বর : এলাকার একটি জঙ্গলে এক অজ্ঞাতপরিচয় ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র চাঞ্চল্যে ছড়াল বুধবার। ঘটনাটি রায়গঞ্জ থানার মাড়াইকুড়া গ্রাম পঞ্চায়েতের দেবীতলা এলাকায়। এদিন ঘটনা স্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু পুলিশ। জানা গেছে, দেবীতলা […]

আপনার পছন্দের সংবাদ