নিউজ ডেস্ক, ২১ নভেম্বর : কাশ্মীরে শহিদ জওয়ান বাংলার ছেলে সুবোধ ঘোষের পরিবারকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের চেক তুলে দিলেন সাংসদ মহুয়া মৈত্র। সঙ্গে ছিলেন মহকুমা শাসক ও তেহট্ট ১ ব্লকের বিডিও। পাশাপাশি শহিদের পরিবারকে পরবর্তীতে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা৷
উল্লেখ্য গত শুক্রবার দীপাবলির আগে জম্মু-কাশ্মীরে শহিদ হন নদিয়ার তেহট্টের রঘুনাথপুর গ্রামের ছেলে সুবোধ ঘোষ। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনীতে চাকরিতে যোগ দিয়েছিলেন। সামনের ডিসেম্বরে ছুটিতে বাড়িতে আসার কথা ছিল। কিন্তু গত ১৩ নভেম্বর পাক গোলাবর্ষণে কাশ্মীরে শহিদ হন সুবোধ৷ এরপর গত রবিবার বিকেলে চণ্ডীগড় থেকে বিশেষ বিমানে পানাগড়ে এসে পৌঁছায় শহিদ জওয়ানের কফিন বন্দি দেহ। রবিবার অধিক রাতে নদিয়ার রঘুনাথপুরের বাড়িতে দেহ নিয়ে পৌঁছায় সেনাবাহিনী। গান স্যালুটে শহিদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানো হয়। ঘরের ছেলেকে চোখের জলে বিদায় জানান গ্রামবাসীরা। এরপর ১৯ নভেম্বর সাংসদ মহুয়া মৈত্র পশ্চিমবঙ্গ সরকারের তরফে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের চেক নিয়ে রঘুনাথপুরে শহিদের বাড়িতে পৌঁছান। সুবোধের মায়ের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। আগামীদিনে আরও সহায়তা করা আশ্বাস দিয়েছেন সাংসদ।