আরসিবির সতেরোটি মরশুম
ভারতে আইপিএল ( IPL ) শুরু হয়েছিল ২০০৭ সালে। আইপিএল শুরু প্রথম থেকেই রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু ( ROYAL CHALLENGERS BENGALURU ) এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত রয়েছে। সতেরোটি মরশুমে ন-বার প্লেঅফে ( PLAY-OFF ) উঠেছে তাঁরা। তিন তিন বার ফাইনালেও খেলেছে তারা। মাঠের ভেতরে বহুবার দেখা গিয়েছে তাদের খেলার চমক। তবে বার বার খালি হাতে ফিরতে হয়েছে তাদের। অধরা রয়ে গিয়েছে ট্রফিটি। কিং কোহলি ( king kohli ) , এবি ডিবিলিয়ার্স ( AB de Villiers ) , ক্রিস গেইলের ( Chris Gayle ) এর মত টি-টোয়েন্টি সুপারস্টাররা দলে যুক্ত থাকলেও তাদের স্বপ্ন পূরণ হয়নি কিছুতেই। ২০২৫ সালে আইপিএল – এর অষ্টাদশ মরশুমে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু প্রথম ট্রফি জিততে মরিয়া হয়ে উঠেছিল। সেই উদ্দেশ্যে আরসিবি নতুন উদ্যমে একটি দল গঠন করেছে। গত মরশুমের স্কোয়াড থেকে মাত্র তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছে তাঁরা। নিলামে পার্সে টাকার পরিমাণ বাড়ানোর ওপরেও জোর দিয়েছেন। ২৪ এবং ২৫ নভেম্বর মেগা নিলামে ব্যবহৃত আরটিএম কার্ড ব্যবহার না করেই আরসিবির কর্মকর্তারা নতুন মুখের উপর আস্থা রেখে যে স্কোয়াড তৈরি করেছেন। বিশেষজ্ঞরা অবশ্য এটিকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী স্কোয়াড হিসাবে বিবেচনা করতেও দ্বিধা বোধ করেন না।
কোহলির পর ডু-প্লেসিস’র অধিনায়কত্ব
বিরাট কোহলি ( virat kohli ) আরসিবির অধিনায়কত্ব ছাড়ার পর দায়িত্ব পেয়েছিলেন ফাফ ডু-প্লেসিস ( Faf du Plessis )। তবে প্রোটিয়া তারকাকে ২০২৫- এ আইপিএল-এর জন্য ধরে রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ( ROYAL CHALLENGERS BENGALURU )। ডু-প্লেসিস কে মেগা নিলাম থেকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। তবে স্বাভাবিকভাবেই ২০২৫-এর আগে নতুন ক্যাপ্টেন খুঁজে নিতে হত আরসিবিকে ( RCB)। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) নেতৃত্বে ছিলেন ফাফ ডু-প্লেসিস ( Faf du Plessis ) । তিনি গত তিন বছরে দুইবার দলকে প্লেঅফে নিয়ে যেতে সক্ষম হন। কিন্তু, তা সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজি তাকে ২০২৫ মরশুমে ধরে রাখার কথা ভাবেনি। সম্ভবত তাঁর বয়স এটির কারণ হতে পারে। তাঁর পারফরম্যান্স নয়, যা প্রোটিয়া তারকার বিরুদ্ধে চলে গিয়েছিল অনেকটাই, বর্তমানে তাঁর বয়স এখন চল্লিশের উপরে। ডু প্লেসিসর বিদায়ের পর আরসিবির নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। টিমের অধিনায়কত্বে ফিরতে পারেন বিরাট কোহলি, এনিয়েও গুঞ্জন চলছিল ভক্তদের মধ্যে। এমনকি বিরাট কোহলির দলে ফেরার বিষয়ে বাজি ধরেছিলেন অনেক বিশেষজ্ঞরা। এরপরই নাম উঠে আসে ফিল সল্ট বা ভুবনেশ্বর কুমারের। আজ অর্থাৎ বৃহস্পতিবার বেঙ্গালুরুর ( BENGALURU ) একটি অনুষ্ঠানে, বেঙ্গালুরু ব্যবস্থাপনা সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। ফ্র্যাঞ্চাইজি অফিসার রাজেশ মেনন ( RAJESH MENON ) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কে হবেন বেঙ্গালুরুর ক্যাপ্টেন সে কথা অবশ্য জানিয়ে দিলেন।
কে এই রজত পতিদার?
আসন্ন আইপিএলের ( IPL ) ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর ( ROYAL CHALLENGERS BENGALURU )৮ নম্বর ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন রজত পতিদার ( Rajat Patidar )। বৃহস্পতিবার কর্নাটকা রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনে এক ইভেন্টে রজত পতিদারকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে দিল আরসিবি ( RCB) । ৩১ বছর বয়সি মিডল অর্ডার ব্যাটার রজত পতিদারকে নেতৃত্ব ভার তুলে দেওয়া হয়েছে। আইপিএলে রজত নিয়মিত মুখ হলেও ভারতীয় ক্রিকেটে বড় বা মাঝারি কোনও নাম নন। ভারতের হয়ে তিন টেস্ট আর এক ওয়ানডের অভিজ্ঞতা কেবল রয়েছে তাঁর। ২০২১ সাল থেকে আইপিএল অভিষেকের পর আরসিবির হয়েই খেলছেন মিডল অর্ডার ব্যাটার রজত পতিদার ( Rajat Patidar ) । স্পিন ও পেসের বিপক্ষে সমান পারদর্শীতা রয়েছে তাঁর। আরসিবির হয়ে আইপিএলে ২৭ ম্যাচ খেলে ১৫৮.৮৫ স্ট্রাইকরেটে ৭৯৯ রান করেছেন তিনি। চলতি মরশুমে বিরাট কোহলি ও ইয়াশ দয়ালের সঙ্গে ১১ কোটি টাকা পারিশ্রমিকে তাকে ধরে রাখে আরসিবি দল। আরসিবির অধিনায়কত্বের ব্যাপারে রজত অবশ্য বলেছেন যে, তাঁকে আরসিবির ক্যাপ্টেন করা হতে পারে, এব্যাপারে নিয়ে গত মরশুমের শেষেই সেই ইঙ্গিত পেয়েছিলেন। আরসিবি ম্যানেজমেন্টের তরফে রজতের কাছে জানতে চাওয়া হয়েছিল যে, তিনি ক্যাপ্টেন্সি করতে ইচ্ছুক কিনা? তবে তিনি তখন বলেছিলেন যে, আগে রাজ্যদলের হয়ে ক্যাপ্টেন্সি করতে চান তারপরেই আরসিবির দায়িত্ব নেবেন। আগামী ২১ মার্চ থেকে শুরু হবে আইপিএলের নতুন মরশুম। এবারে টানটান উত্তেজনা রয়েছে আইপিএল ঘিরে।