২১ মার্চ থেকে শুরু হবে চলতি বছরের আইপিএল বোর্ডের পরিকল্পনা ছিল এমনটাই।কিন্তু তেমনটা হয়তো হবে না। কারণ টুর্নামেন্টের সম্প্রচারকারীরা চান, উইকেন্ড থেকে শুরু হোক আইপিএল।
২৬ এর বিধানসভা ভোটে একাই লড়বে তৃণমূল-অভিষেক
অর্থাৎ মেগা টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হোক শনিবার, এমনটাই মত সম্প্রচারকারীদের। সেই কথা মাথায় রেখেই হয়তো একদিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল।কয়েকদিনের মধ্যেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচিও প্রকাশিত হবে বলেই সূত্রের খবর।
কোহলি নন! বদলে কে হল বেঙ্গালুরুর নতুন ক্যাপ্টেন? জানুন বিস্তারিত….