কোচবিহার , ১০ মে : কোচবিহারকে আলাদা রাজ্যের দাবি তুলে ও কোচ কামতাপুর বাসিকে শুভেচ্ছা জানিয়ে, ফের কেএলও-র নাশকতামূলক হুঁশিয়ারি দিয়ে ভিডিও ক্লিপ প্রকাশ্যে। যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে।
ভিডিও তে দেখা যাচ্ছে “অসমের” বঙ্গাইগাঁও এর প্রকাশ বর্মন নামে এক যুবক, সদ্য কেএলও তে যোগদান করেন। আগ্নেয়াস্ত্র সাথে নিয়ে ওই যুবক জানায়, কোচ ও কামতাপুরবাসি জাতির স্বার্থ রক্ষার্থে সে সদ্য কেএলও তে যোগদান করেছে। নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে কোচবিহারকে আলাদা রাজ্যর দাবি জানায় ওই যুবক। আর তা না হলে আগামীদিন ভয়ানক পরিস্থিতির হুঁশিয়ারি দেন ওই কেএলও সদস্য। আর সে রকম টা ঘটলে তার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে নিতে হবে বলে ওই ভিডিও বার্তাতে জানানো হয়।