শিলিগুড়ি থেকে গ্রেপ্তার কেএলও জঙ্গি, ঘটনায় উদ্বেগ শহর শিলিগুড়িতে

শিলিগুড়ি, ৯ মেঃ ইন্দো-নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার কেএলও জঙ্গি। সোমবার শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি এলাকার দেবীগঞ্জ থেকে ধানকুমার বর্মন নামে ওই জঙ্গিকে গ্রেপ্তার করে উত্তরবঙ্গ শাখার স্পেশাল টাস্ক ফোর্স। ধান কুমার বর্মন কেএলও প্রধান জীবন সিংহের ঘনিষ্ট বলে জানা গিয়েছে। ধৃত ধান কুমার রায় কোচবিহারের বক্সিরহাটের বাসিন্দা।

জানা গিয়েছে সম্প্রতি কয়েক মাস আগে নকশালবাড়ী থেকে কেএলও লিঙ্ক ম্যান সন্দেহে একজনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞেসাবাদ করে ধান কুমার বর্মনের সন্ধান পায়। গতকাল রাতে গ্রেফতার করে। ধৃত ধনকুমারকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে পুলিশ। জিঞ্জাসাবাদের জন্য ১৪দিনের রিমান্ডের জানায় পুলিশ।।

Next Post

ফের কেএলও নাশকতামূলক হুমকি ভিডিও ক্লিপ প্রকাশ্যে

Tue May 10 , 2022
কোচবিহার , ১০ মে : কোচবিহারকে আলাদা রাজ্যের দাবি তুলে ও কোচ কামতাপুর বাসিকে শুভেচ্ছা জানিয়ে, ফের কেএলও-র নাশকতামূলক হুঁশিয়ারি দিয়ে ভিডিও ক্লিপ প্রকাশ্যে। যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে। ভিডিও তে দেখা যাচ্ছে “অসমের” বঙ্গাইগাঁও এর  প্রকাশ বর্মন নামে এক যুবক,  সদ্য কেএলও তে যোগদান […]

আপনার পছন্দের সংবাদ