শিলিগুড়ি, ১০ মেঃ সোমবার গভীর রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল শিলিগুড়ির ইসকন মন্দির রোডে। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। ডাকাত দলের আক্রমনে গুরুতরভাবে জখম হয়েছেন গৃহকর্তা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানাগেছে, সোমবার গভীর রাতে শিলিগুড়ির ইসকন মন্দির রোডে তিন জনের এক সশস্ত্র ডাকাত দল হানা দেয় এলাকার চন্দন রায়ের (৭১) বাড়িতে। রাত আড়াইটে নাগাদ দড়জা ভেঙ্গে ঢোকার চেষ্টা করে। দড়জা ভাঙ্গার আওয়াজ পেয়ে ঘুম ভেঙ্গে যায় চন্দন বাবুর। দড়জা খুলতেই ডাকাত দল শাবল দিয়ে আঘাত করে চন্দন বাবুর মাথায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তেই ডাকাতেরা হাত পা বেঁধে ফেলে চন্দন বাবুর। চন্দন বাবুকে বাঁচাতে ছুটে আসে তার স্ত্রী শিবানী রায়। তাকেও বেঁধে ফেলে দুষ্কৃতীরা। এরপর তার বাড়ির আলমারি ভেঙ্গে নগদ ৭ লক্ষ টাকা ও ৩ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভক্তিনগর থানার পুলিশ। চন্দন বাবুর অনুমান পরিচিত কেউ এই ঘটনা ঘটিয়েছে। ডাকাত দলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।