নিউজ ডেস্ক, ১৬ নভেম্বর : সোমবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এনডিএ জোটের পরিষদীয় নেতা নীতীশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য টানা চতুর্থবার পূর্ণ মেয়াদের জন্য এবং সাতবার বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার৷
সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রত্যাশা মতোই চতুর্থবার পূর্ণমেয়াদের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। এনিয়ে সাতবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। এদিন পূর্ব নির্ধারিত সময়ে রাজভবনে পৌঁছে যান এন ডি এ জোটের নবনির্বাচিত বিধায়কদের পরিষদের দলনেতা নীতীশ কুমার। রাজভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। এদিন উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দু’জন। বিজেপি নেতা তারকিশোর প্রসাদ৷ এবং রেণু দেবী উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। জে ডি (ইউ)-র বিধায়ক বিজয় কুমার চৌধুরী, বীজেন্দ্র প্রসাদ যাদব, অশোক চৌধুরী, মেওয়ালাল চৌধুরী এদিন পূর্ণ ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন। এদিকে চতুর্থবারের জন্য বিহারে মসনদে নীতীশ কুমার বসায় উচ্ছ্বাসে ফেটে পড়েন জে ডি (ইউ)-র নেতাকর্মীরা। পাটনায় দলীয় কার্যালয়ের সামনে আতসবাজি ফাটিয়ে উল্লাসে মেতে ওঠেন তাঁরা। শপথ গ্রহণ অনুষ্ঠান কে ঘিরে এদিন সকাল থেকেই তোড়জোড় ছিল রাজভবনে। দিল্লি থেকে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্য নেতৃত্ব। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা।