মালদা,২৫ জুলাই : গরু রাখা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় আহত উভয় পক্ষের ৬ জন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নরোত্তমপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন বাড়ির সামনে রাস্তার ধারে গরু বেঁধে রেখেছিল মহন্মদ মুসাফির।
সেসময় প্রতিবেশী আরসাফুল শেখ গাড়ি রাখার জন্য গরুর দড়ি খুলে দেয়। এই ঘটনার প্রতিবাদ করলে আসরাফুল ও মুসাফিরের পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। অভিযোগ এরপর আসরাফুল দলবল নিয়ে এসে মুসাফিরের পরিবারের ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।মহম্মদ মুসাফিরের আত্মীয় সেখ সুলেমান বলেন, এদিন শেখ আশরাফুল গাড়ি নিয়ে যাওয়ার সময় গরুটির গায়ে আঘাত লাগায়। তাতে গরুটি ভয় পেয়ে ছিটকে পালিয়ে যায়। তাতে জখমও হয় গরুটি। এনিয়ে বলতে গেলে আশরাফুল দলবল নিয়ে এসে মারধোর করে। অন্যদিকে আশরাফুলের আত্মীয় নাজির হোসেন জানিয়েছে, গরুটা বাধা ছিল। বারবার বলা হলেও তারা গরুটিকে সরায়নি। এমনকী গাড়িটা দিয়ে সামান্য ধাক্কা লাগলে তারা হুমকী দিতে থাকে।এরপরে তারা দলবল নিয়ে চড়াও হয় আশরাফুলদের ওপরে।অন্যদিকে এদিন এই বিবাদে আহত হয় উভয়পক্ষের ৬জন।প্রতিবেশিরা ছুটে এসে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করে। তবে মহন্মদ মুসাফিরের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ।এলাকার শান্তি বজায় রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেটও।ঘটনায় ইংরেজবাজার থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিবদমান দুপক্ষই।
আরও খরব পড়ুন : রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কে এটিএম ভেঙ্গে লুঠ লক্ষাধিক টাকা