করণদিঘী, ২৫ জুলাই : এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম ভেঙ্গে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো করণদিঘীর টুঙ্গিদিঘী বাসস্ট্যান্ড সংলগ্ন পেট্রল পাম্প এলাকায়।রবিবার সকালে বিষয়টি নজরে আসায় চাঞ্চল্য ছড়ায় গ্রাহকদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ব্যাংকের আধিকারিক এবং করণদীঘি থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে সিকিউরিটি বিহীন ওই এটিএমের মেশিন ভেঙ্গে প্রায় কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত পুলিশ ও ব্যাঙ্কের আধিকারিকেরা।এটিএম পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পুলিশ কর্মীরা। দুষ্কৃতীদের পাকড়াও করতে এটিএমে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।স্থানীয় দুষ্কৃতীরাই এই কাজ করেছে নাকি বহিরাগত চক্র জড়িত তা নিয়ে তদন্তে নেমেছে করণদীঘি থানার পুলিশ।গ্রাহকদের অভিযোগ, এটিএমগুলিতে নিরাপত্তা রক্ষী না থাকায় যে কোন সময় টাকা তুলতে আসা গ্রাহকদের ওপরেও দুষ্কৃতীরা হামলা চালিয়ে লুঠ করতে পারে টাকা। ফলে নিরাপত্তাহীন এই এটিএম গুলিকেই টার্গেট করছে দুষ্কৃতীরা। অবিলম্বে এটিএম গুলিতে নিরাপত্তা রক্ষী মোতায়েন করুন ব্যাংক কর্তৃপক্ষ।অন্যদিকে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এটিএম মেশিনটি ভেঙ্গে কত টাকা খোয়া গিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। কি পদ্ধতি অবলম্বনে এটিএমটি ভেঙ্গে গিয়েছে তাও খতিয়ে দেখছে ব্যাঙ্ক কতৃপক্ষ।
আরও খবর পড়ুন : খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশকর্মীরা