নিউজ ডেস্ক, ১৮ সেপ্টেম্বর : ত্রিপুরায় সংঘর্ষের পর খোয়াই থানায় অবস্থানের জেরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে তলব করল ত্রিপুরা পুলিশ। দায়ের করা হয়েছে স্বতঃপ্রণোদিত মামলা। আগামী ১০ দিনের মধ্যে তাঁকে ত্রিপুরার খোয়াই থানায় হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে ওই নোটিসে।
তদন্তে সমস্ত সহযোগিতার আশ্বাস তৃণমূলের রাজ্য সম্পাদকের। আইনি লড়াই শুরুর হুঁশিয়ারি দিয়ে টুইটারে তৃণমূল নেতা কুণাল ঘোষ লেখেন, “খোয়াই পুলিশের নোটিশ পেলাম। যা যা অভিযোগ আনা হয়েছে, সব মিথ্যে। আমাদের হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আমাদের পাঁচজনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা করেছেন থানার ওসি। তবে আমি নোটিশের নির্দেশ পালন করব”।উল্লেখ্য, পশ্চিমবঙ্গে তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূলের নজর অন্য রাজ্যে নিজেদের সংগঠন বাড়ানো। সেই লক্ষ্যেই বারংবার ত্রিপুরা যাচ্ছেন দলের নেতা কর্মীরা। গত আগস্ট মাসে দলীয় কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আক্রান্ত হন সুদীপ রাহা, জয়া দত্ত। গ্রেফতার করা হয় দেবাংশু ভট্টাভার্য, সুদীপ রাহা ও জয়া দত্তকে গ্রেফতার করে পুলিশ। খোয়াই থানায় রাখা হয়েছিল তাঁদের। সেই খবর পেয়েই ত্রিপুরায় ছুটে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক নেতা-নেত্রী। সাথে ছিলেন কুণাল ঘোষ, দোলা সেনও। খোয়াই থানায় তাঁদের বসে থাকতে দেখা গিয়েছিল। ওই ঘটনার জেরে আগেই নোটিস পেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সমন পাঠানো হল কুণাল ঘোষকে। ৪১ এ ধারা অনুযায়ী, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। থানায় বসে পুলিশের কাজে তথা সরকারি বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কুণালের বিরুদ্ধে।