নিউজ ডেস্ক , ১৯ জানুয়ারী :বাঁশ বাগানে খড়ি কুড়তে গিয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পাতনোর এলাকায়। এই ঘটনায় গুরুতর জখম স্থানীয় তিন কিশোরকে আহত অবস্থায় তড়িঘড়ি আনা হয় রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। জানা গিয়েছে, পাতনোর হাটখোলা এলাকার শিব মন্দিরের পাশে একটি বাঁশ বাগান রয়েছে। সেই বাগানে খড়ি কুড়াতে গিয়েছিল ওই তিন কিশোর তাদের নাম যথাক্রমে রবি ঋষি, বিক্রম বেশি ও সোনু ঋষি।তাদের বাড়ির স্থানীয় ঐ এলাকাতেই। স্থানীয় বাসিন্দা রাকেশ ঘোষ বলেন, বিক্রম নামের ওই কিশোর বাঁশ ঝাড়ের ভেতরে একটি গোলাকার বস্তুকে বল ভেবে নিজের পকেটে নিয়ে নেয়। এরপর বাঁশঝাড়ে খেলতে খেলতে আচমকায় সে মাটিতে পড়ে গেলে। ওই গোলাকার বস্তুটি পকেটে চাপা পড়ে প্রবল বিস্ফোরনে ফেটে যায়। লরির টায়ার ফেটে যাওয়ার মত বিকট শব্দ হওয়ায় আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এই ঘটনায় তিন কিশোরকে তড়িঘড়ি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ঘটনার অবিলম্বে সঠিক তদন্ত করা হোক। কেউ বা কারা বোমা বানিয়ে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।
বাঁশ বাগানে খড়ি কুড়তে গিয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
