মালদা, ২৫ জুলাই : খোয়া যাওয়া কিংবা চুরি যাওয়া মোবাইল ফোন এবং ল্যাপটপ উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন মালদার পুখুরিয়া থানার পুলিশ কর্মীরা। রবিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুখুরিয়া থানা প্রাঙ্গণে এগারোটি নামিদামি কোম্পানির অত্যাধুনিক মোবাইল এবং একটি ল্যাপটপ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিনের এই কর্মসূচিতে পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। গত দুই মাসে পুখুরিয়া থানা এলাকার বিভিন্ন প্রান্তে হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন খোয়া যাওয়া সামগ্রী ফিরে পাওয়া মানুষেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং পুখুরিয়া থানার পুলিশের সহযোগিতায় চুরি হওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও ল্যাপটপ প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হল রবিবার। গত প্রায় দুই মাস ধরে পুখুরিয়া থানা এলাকার বিভিন্ন প্রান্তের মানুষের মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়ার ঘটনা সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোবাইল ফোনগুলি এবং একটি ল্যাপটপ উদ্ধার হয়। ফলে উদ্ধার হওয়া এই সমস্ত সামগ্রী প্রকৃত মালিকের হাতে তুলে দিতেই এই কর্মসূচি। এদিন ১১ টি নামিদামি কোম্পানির অত্যাধুনিক মোবাইল ও একটি ল্যাপটপ প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশের এই উদ্যোগে খুশি খোয়া যাওয়া সামগ্রী ফিরে পাওয়া মানুষেরা।
আরও খবর পড়ুন : বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতকে সোনা এনে দিলেন প্রিয়া মালিক