রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ তৃণমূলের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারীর, তুঙ্গে জল্পনা

নিউজ ডেস্ক , ২৭ নভেম্বর : দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে টানাপোড়েন চলছিল। তৈরি হয়েছিল দূরত্বও। এবারে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন তৃণমূলের হেভিওয়েট নেতা তথা দীর্ঘদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী শুভেন্দু অধিকারী। বাম আমলে পূর্ব মেদিনীপুরের এই দোর্দন্ডপ্রতাপ নেতা শুভেন্দু অধিকারী উত্থান হয়েছিল নন্দীগ্রাম আন্দোলনকে কেন্দ্র করেই। ধীরে ধীরে তাঁর কাঁধে একের পর এক দায়িত্ব সঁপেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রয়োজনে সাংসদ থেকে ফিরিয়ে এনেছেন রাজ্য কেবিনেটে৷

পরিবহন দপ্তরের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁর কাঁধে। সম্প্রতি রাজ্য নেতৃত্বের সঙ্গে ক্রমশঃ দূরত্ব তৈরি হয়েছিল তাঁর। এমনকি প্রকাশ্য যেসমস্ত সভা এবং মিছিল করেছেন তাতে তৃণমূল নেত্রীর ছবি কিংবা দলের প্রতীক কোনটাই ব্যবহার করেননি তিনি। বারবার তৃণমূল নেতৃত্বকে বিভিন্ন ভাবে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন৷ তৃণমূলের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী বেশকিছু দিন আগে তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের রাজ্যস্তরের পদ থেকে সরিয়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। একদিন আগেই হুগলি রিভার ব্রিজ কমিশনের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় সাংসদ কল্যাণ ব্যানার্জিকে। শুধু শুভেন্দু অধিকারী নয়, পূর্ব মেদিনীপুরের তাঁর ঘনিষ্ঠ বেশ কিছু প্রভাবশালী নেতার ডানাছাঁটার পাশাপাশি নিরাপত্তা রক্ষী সরিয়ে নেওয়া হয় রাজ্য প্রশাসন থেকে৷ শুক্রবার রাজ্য সরকারের দেওয়া প্রায় জেড প্লাস সিকিউরিটি প্রত্যাখ্যান করে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর দপ্তরের পাঠিয়ে দিয়েছেন তিনি। সামনে বিধানসভা নির্বাচন। তার আগে দলের মধ্যে এই ভাঙ্গন এবং একের পর এক দলীয় বিধায়কদের বিজেপিতে চলে যাওয়া রোধ করা এখন তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। বর্তমান তৃণমূলের ক্রাইসিস ম্যানেজার ভোট কৌশলী পিকে কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর মানভঞ্জনের জন্য তাঁর বাড়িতে গিয়েছিলেন কিন্তু শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের দেখা হয়নি। এরপর তৃণমূলের বর্ষীয়ান নেতা ও সাংসদ সৌগত রায়কে দিয়েও ড্যামেজ কন্ট্রোল চেষ্টা করেছিলেন তৃণমূল নেত্রী কিন্তু কোনো কিছুতেই যে কোন কাজ হচ্ছে না তা প্রমাণিত হয়ে গেল শুভেন্দু অধিকারীর পদত্যাগের মধ্য দিয়ে। এখন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল৷ যদিও তৃণমূল নেতা তথা সাংসদ সৌগত রায় জানিয়েছেন শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছেড়ে দিলেও দলের বিধায়ক পদে রয়েছেন। তিনি দল ছেড়ে যে চলে গিয়েছেন তা আমরা এখনই মানছি না। তাঁর সঙ্গে আলোচনার দরজা খোলা রয়েছে এবং আমরা এখনও আলোচনা চালিয়ে যাচ্ছি।

Next Post

বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে বিমানবন্দরে দাঁড়িয়ে মিহির গোস্বামী, তুঙ্গে জল্পনা

Fri Nov 27 , 2020
নিউজ ডেস্ক , ২৭ নভেম্বর : মিহির গোস্বামীর রাজনৈতিক অবস্থান কী হবে তা নিয়ে বেশকিছুদিন ধরেই জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে প্রকাশ্যে আসে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও মিহির গোস্বামীর পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি ছবি। একটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ভিন্ন রাজনৈতিক দলের দুই নেতার ছবি ঘিরে শুরু […]

আপনার পছন্দের সংবাদ