নিউজ ডেস্ক , ২৬ নভেম্বর : এবারে সবার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন তিনি। উল্লেখ্য বহুদিন আগেই এই প্রকল্পের সুচনা হয়। যদিও রাজ্যের সবকটি পরিবার এর সুযোগ পেতেন না।
যারা কোনপ্রকার স্বাস্থ্যবিমার সুযোগ পান না তাদেরকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিমার অধীনে থাকলে চিকিৎসার জন্য মিলবে প্রায় ৫লক্ষ টাকা। তবে এই কার্ড ইস্যু হবে গৃহকর্ত্রীর নামে।যদিও এর আওতাভুক্ত হবে গোটা পরিবারই। তবে খেয়াল রাখার বিষয় হল এটি মাথাপিছু ৫লক্ষ টাকা বিমা দেওয়া হবে না।পরিবার পিছু ৫লক্ষ টাকা বিমা। পরিবারের কোন এক সদস্যের জন্য ৫লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ নেওয়া যাবে।মুখ্যমন্ত্রী জানিয়েছেন ১লা ডিসেম্বর থেকে এই মর্মে কাজ শুরু হবে।দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের মধ্যে দিয়ে ক্যাম্পেন চলবে। সেখানে আবেদন করার পরে যথাসময়ে মিলবে স্বাস্থ্যসাথীর কার্ড।এই কার্ডটি হবে সবটাই ক্যাশলেস প্রক্রিয়ায়। সরকারী হাসপাতালগুলিতো রয়েইছে। এছাড়া প্রায় দেড় হাজার বেসরকারী হাসপাতাল বা নার্সিংহোমকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। এজন্য সরকারের বছরে প্রায় অতিরিক্ত ২হাজার কোটি টাকা খরচা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।