নিউজ ডেস্ক , ২৭ নভেম্বর : মিহির গোস্বামীর রাজনৈতিক অবস্থান কী হবে তা নিয়ে বেশকিছুদিন ধরেই জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে শুক্রবার সকালে প্রকাশ্যে আসে বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও মিহির গোস্বামীর পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি ছবি। একটি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ভিন্ন রাজনৈতিক দলের দুই নেতার ছবি ঘিরে শুরু হয়েছে জল্পনা। তাহলে কী শেষ পর্যন্ত পদ্মশিবিরে যোগ দিচ্ছেন মিহির গোস্বামী ?
বেশকিছুদিন ধরে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী৷ সাংগঠনিক পদ ছেড়ে বিভিন্ন সময় দলের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি ৷ প্রকাশ্যেই উগরে দিয়েছেন নিজের ক্ষোভ। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী সহ দলের অন্যান্য নেতা-মন্ত্রী থেকে শুরু করে টিম পিকে কার্যত সকলের বিরুদ্ধেই সরব হয়েছেন তিনি। এরপর শুক্রবার প্রকাশ্যে আসে একটি ছবি, যেখানে দেখা যায় বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও মিহির গোস্বামী এক বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছেন। এনিয়ে জল্পনা শুরু হয়েছে জল্পনা। তবে কি বিজেপিতে যোগ দিতে দিল্লি উড়ে যাচ্ছেন তিনি। তবে বিধায়ক ঘনিষ্ঠদের থেকে জানা গিয়েছে এই ছবি দিল্লি বিমানবন্দরের। আজই জেপি নাড্ডার সঙ্গে দেখা করবেন মিহিরবাবু। হাতে তুলে নিতে পারেন বিজেপির পতাকাও। তাই রাজনৈতিক মহলের ধারণা বিক্ষুদ্ধ বিধায়কের দলবদল শুধুমাত্র সময়ের অপেক্ষা।