নিউজ ডেস্ক : প্যারিস অলিম্পিকে ফের পদক ভারতের।মিক্সড শুটিংয়ে ব্রোঞ্জ জিতল ভারতীয় জুটি ১৬-১০ পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে শুটিংয়ে দ্বিতীয় পদক পেল ভারত । পদক জিতলেন ভারতের মনু ভাকের ও সরবজ্যোত সিংয়ের জুটি। স্বাধীন ভারতের ইতিহাসে নাম উঠল মনু ভাকেরের। প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিকে জোড়া পদক জয় করলেন মনু ভাকের। সেইসঙ্গে ভাঙলেন ১২৪ বছরের পুরনো রেকর্ড।১৯০০ সালে ভারতীয় হিসাবে এই নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের।সেবার অলিম্পিকে অ্যাথলেটিক্স থেকে দুটি রুপো জিতেছিলেন তিনি ।
আরও দেখুন – কবরস্থান থেকে গাছ কাটার অভিযোগে উত্তেজনা
সেসময় ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ । স্বাধীন ভারতের সদস্য হিসাবে মনু ভাকেরের জোড়া পদক জয় অলিম্পিকে ভারতের নতুন ইতিহাস সৃষ্টি করলো ।হরিয়ানার ঝাজ্জর এলাকার বাসিন্দা ২২ বছর বয়সী মনুভাকেরের কৃতিত্বে উচ্ছ্বসিত গোটা দেশ।শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মনু ভাকের।তবে এটাই প্রথম নয় ২০১৮ আইএসএসএফ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করে দুটি স্বর্ণ পদক জয় করেন মনু ভাকের।
আরও দেখুন –শিলিগুড়ি শহরে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক
আইএসএসএফ বিশ্বকাপে মনু ভাকের ছিলেন সর্বকনিষ্ঠ স্বর্ণ পদক জয়ী ভারতীয়।২০১৮ কমনওয়েলথ গেমসে মাত্র ১৬ বছর বয়সে প্রথমবার কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে মেয়েদর ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছিলেন মনু ভাকের।আর এবার অলিম্পকে জোড়া পদক জয়।শ্যুটিংয়ে নিজের দক্ষতা তুলে ধরলেন মনু ভাকের।আরসিটিভি সংবাদের পক্ষ থেকে মনু ভাকেরকে স্যালুট জানাই আমরা।