নিজস্ব সংবাদদাতা ,ডালখোলা , ২০ অক্টোবর : ডালখোলা অনিকেত নাট্য সংস্থার উদ্দ্যোগে মঙ্গলবার স্থানীয় রবীন্দ্র নজরুল সুকান্ত মঞ্চে ডালখোলা পৌরসভার প্রাক্তন পৌরপতি হিমাদ্রি মুখার্জির লেখা কবিতার বই ‘প্রতিচ্ছায়া’ র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল মঙ্গলবার।
এদিনের এই অনুষ্ঠানে ডালখোলা পৌরসভার যুগ্ম প্রশাসক সুভাষ গোস্বামী, শিলিগুড়ির বিশিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব কুন্তল ঘোষ এবং অপূর্ব ভট্টাচার্য, ডালখোলা থানার ওসি মনজিত দাস, ট্রাফিক ওসি দিবেন্দ্যু দাস সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। মোট ৪২ টি কবিতা র সংকলন নিয়ে কলকাতার একটি প্রকাশক সংস্থা এই কবিতার বইটি প্রকাশ করেছে। লেখক তথা প্রাক্তন পৌরপতি হিমাদ্রি মুখার্জি জানিয়েছেন, “সকলের সহযোগিতা পেয়েছি বইটি প্রকাশের সময়। বই প্রকাশের মূল মূল অনুষ্ঠানটি হওয়ার কথা ছিলো কলকাতাতে।
তবে নিজের ভালবাসার জায়গা ডালখোলাতে অনুষ্ঠানটির পরিকল্পনা করি। পরিকল্পনা মতোই আজকে অনুষ্ঠানটি হল। ডালখোলার সংস্কৃতিচর্চায় এবং সাহিত্য চর্চার প্রসারে আমি সর্বদা চেষ্টা করব।” তবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার কর্ম জীবনের ব্যস্ততার মধ্যে থেকেও যে ভাবে একটি কবিতার বই লিখেছেন তা যথেষ্ট সুনামের তা এদিনের অনুষ্ঠানে নিজেদের বক্তৃতার মধ্যে দিয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা।