নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২১ অক্টোবর : এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। বুধবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার পশ্চিম কেশবপুর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই গৃহবধূর নাম কদবানু বিবি। এই ঘটনায় গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী জোহাকালিকে ইতিমধ্যেই আটক করেছে করণদীঘি থানার পুলিশ।
ভিওঃ পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরদিনাজপুরের করণদিঘি থানার কেশবপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম কদবানু বিবি। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ১৪ বছর আগে কেশবপুরের বাসিন্দা জোহাকালির সঙ্গে বিয়ে হয়েছিল মেয়ের। বর্তমানে তাদের দুটি ছেলে রয়েছে। বিয়ের পর সংসারে কোন অশান্তি ছিল না। ৩-৪ বছর ধরে এক আদিবাসী মহিলার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে যায় জোহাকালী। এরপর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। সংসারে কোন খরচাপাতি দিত না। এনিয়ে মেয়ের বাড়ির লোকজন আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করলেও কোনো কাজে আসেনি। বরং অত্যাচারের মাত্রা বেড়েছে। মঙ্গলবার রাতে ওই গৃহবধূকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। বুধবার দুপুরে মর্গে উপস্থিত মৃত গৃহবধূর বাবা অভিযোগ করে বলেন, তার জামাই আদিবাসী এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত যুক্ত হওয়ার পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। বারবার বলা সত্ত্বেও জামাই শোধরায়নি। অবশেষে মেয়েকে মঙ্গলবার রাতে দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করণদিঘি থানা পুলিশ। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এঘটনায় করণদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে অভিযুক্ত জামাইকে আটক করেছে পুলিশ। বাকীদের খোঁজে চলছে তল্লাশি।