বিপ্লবী ক্ষুদিরাম বসু ক্রিমিনাল! ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক

বিপ্লবী ক্ষুদিরাম বসু ক্রিমিনাল! ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক

শান্তনু চট্টোপাধ্যায় : দেশের স্বাধীনতা আন্দোলনে মাত্র ১৮ বছর বয়সে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছিলেন এক নির্ভীক, সাহসী যুবক। ক্ষুদিরাম বসু শুধুমাত্র বাঙালী নয় ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে কনিষ্ঠতম এক অবিষ্মরনীয় চরিত্র। অথচ এক বাঙালী পরিচালকের সৌজন্যে একটি হিন্দি থ্রিলারে এই অকুতোভয় বিপ্লবীর ঠাঁই হলো পুলিশ স্টেশনের দাগী অপরাধীদের ছবির সঙ্গে।

জি ফাইভের (ZEE Five) ওয়েব সিরিজ “অভয় টু” (Abhay 2) তে থানায় লাগানো ক্রিমিনালদের মধ্যে ক্ষুদিরাম বসুর ছবি ও রয়েছে। মানে এই ওয়েব সিরিজ নির্মাতাদের কাছে ক্ষুদিরাম বসু একজন ক্রিমিলাল। এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। স্বাধীনতা দিবসের আবহে বাঙালীর জনপ্রিয় শহীদ বিপ্লবীর এই অপমানে মুখ খুলেছেন অনেকেই। কিন্তু সার্বিক প্রতিবাদের ঝড় অনেকটাই নিষ্প্রভ।

বিশিষ্ট সাংবাদিক ও লেখক সুমন ভট্টাচার্য বলেন,”এটা ভুল নয়, অপরাধ”। ইতিহাস কে, বাঙালি র ইতিহাস কে গোটা পৃথিবীর লোকদের কাছে হেয় করার চেষ্টা । জি ফাইভ কে বযকট করলে আর কেউ বাঙালির ইতিহাস, আবেগ কে নিযে এইভাবে খেলবে না।” বিশিষ্ট চিকিৎসক ও গবেষক ডাঃজয়ন্ত ভট্টাচার্য বলেন,” স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় পর্যায়ের আন্দোলনে ক্ষুদিরাম বসু বর্নময় চরিত্র। ইংরেজদের কাছে তিনি দাগী আসামী ছিলেন। সেই একই কাজ স্বাধীন ভারতের কেউ করছেন, নিন্দনীয়। এটা সার্বিক লজ্জা। ধিক্কার জানানোর ভাষা নেই। ক্ষুদিরাম বসুর আত্মবলিদান কে নিষ্প্রভ করার ষড়যন্ত্র এটা।

আরো পড়ুন – বিজেপির জেলা সহ সভাপতি র পাঁচ দিনের পুলিশী হেফাজত

Next Post

করোনার বলি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

Mon Aug 17 , 2020
নিজস্ব সংবাদদাতা : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহানের। গত ১২ ই জুলাই তাঁর শরীরে করোনার উপসর্গ থাকায় তাঁকে ভর্তি করা হয় লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় গুরুগাঁও এর মেদান্ত হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। […]

আপনার পছন্দের সংবাদ