নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ ,২৯ ডিসেম্বর : হাতুড়ে চিকিৎসকের খপ্পরে পড়ে প্রাণ হারালেন এক গৃহবধূ। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের শিবপুর গ্রামে। মূলত ওই হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃত গৃহবধূর পরিবারের সদস্যরা। যদিও ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে হাতুড়ে চিকিৎসক।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই গৃহবধূ নাম ভবো বর্মন। বছর সাতচল্লিশের ওই মহিলা সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তড়িঘড়ি শিবপুর এলাকার অদূরে আব্দুল বাশেদ নামে ওই হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু স্যালাইন দেওয়ার পর ওই মহিলার মৃত্যু হয় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি ওই মহিলাকে মৃত অবস্থাতেই ২ হাজার টাকার বিনিময়ে একটি গাড়ি ভাড়া করে বাড়িতে পাঠিয়ে দেন ওই হাতুড়ে চিকিৎসক। এমনটাই অভিযোগ করেছেন এলাকার পঞ্চায়েত সদস্য কৃষ্ণ বর্মন। মঙ্গলবার রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে দাঁড়িয়ে তিনি অভিযোগ করে বলেন, হাতুড়ে চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ভবো বর্মনের মৃত্যু হয়েছে। গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে। একই বক্তব্য গৃহবধূ ভবো বর্মনের পরিবারের সদস্যদেরও। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসকের গ্রেপ্তারের দাবি তুলেছেন এলাকাবাসীরাও। তবে ঘটনার পর থেকে এলাকা থেকে ওই হাতুড়ে চিকিৎসক গা ঢাকা দিয়েছেন বলে খবর। যদিও তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।