নিউজ ডেস্ক , ০৮ নভেম্বর : ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হতে চলেছেন জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন উপ রাষ্ট্রপতি ডেমোক্র্যাট জো বাইডেন মার্কিন সনদে প্রবেশ করে প্রায় ৩৬বছর আগে। তবে শুধুমাত্র কাজের জন্য নয়, ওবামা প্রশাসনের উপরাষ্ট্রপতি হিসেবে তার আর ওবামার সখ্যতা ছিল প্রসিদ্ধ। ১৯৪২সালে পেনিসিলভানিয়াতে জন্মগ্রহণ করা ভাবী মার্কিন রাষ্ট্রপতি সম্পর্কে আসুন জেনেনি জানা-অজানা কিছু তথ্য-
) রাষ্ট্রপতির দৌড়ে এই প্রথম নয়, ১৯৮৮ এবং ২০০৮ সালেও রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে জো বাইডেন
) রয়েছে গাড়ির শখও।৬৭ সালে বাবার কাছ থেকে পাওয়া কর্ভেটি স্টিং রে এখন তার কাছে সযত্নে রয়েছে।
) ১৯৭২ সালে জো বাইডেনের প্রথম পক্ষের স্ত্রী নেইলিয়া এবং একবছরের শিশু কন্যা অ্যামি পথ দূর্ঘটনায় মারা যায়। রাজনীতি থেকেও সরে দাঁড়াবে ভেবেছিলেন তিনি।
) ২৯বছর বয়সে সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে আমেরিকান সেনেটে নির্বাচিত হন তিনি।তবে শপথের সময় সেনেটের সদস্য হিসেবে মার্কিন সংবিধানের নিয়মানুযায়ী ৩০বছর বয়স হয় তার।
) ২০১৫ সালে ব্রেন ক্যান্সারে মৃত্যু হয় তার বড়ছেলে বেন
বাইডেনেরও।
) ছোটবেলায় তার ছিল তোতলামির সমস্যা।যদিও পরবর্তীতে বড় বড় কবিতা ও স্পীচ পাঠ করে এই সমস্যা কাটিয়ে ওঠেন তিনি
) জন কেনেডির পর তিনি হবেন দ্বিতীয় ক্যাথলিক রাষ্ট্রপতি।
) ভালবাসেন আইসক্রিম খেতে।তার পছন্দের আইসক্রিম চকোলেট চিপ।
) চ্যাম্প ও মেজর নামে তার দুটি জার্মান শেপার্ড প্রজাতির কুকুর রয়েছে।