আগামী ২০ জানুয়ারি ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন জো বাইডেন, হবু রাষ্ট্রপতির নিরাপত্তা বাড়াল আমেরিকা সিক্রেট সার্ভিস

আগামী ২০ জানুয়ারি ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন জো বাইডেন, হবু রাষ্ট্রপতির নিরাপত্তা বাড়াল আমেরিকা সিক্রেট সার্ভিস

নিউজ ডেস্ক , ০৮ নভেম্বর :  সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে অনেকটাই পেছনে ফেলে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আগামী ২০ ই জানুয়ারি দেশের ৪৬ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করবেন তিনি। হবু রাষ্ট্রপতি জো বাইডেন পেয়েছেন ২৭৯ টি ইলেক্টোরাল ভোট

অন্যদিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ভোট। উপরাষ্ট্রপতি নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস বিজয়ী হয়েছেন। তিনি হবেন সে দেশের প্রথম মহিলা উপরাষ্ট্রপতি। শনিবার সকাল পর্যন্ত নির্বাচনের ফলাফল নিয়ে ছিল টানটান উত্তেজনা। ওয়াশিংটন ডিসি সহ মোট ৪৬ টি প্রদেশের ফলাফল ঘোষণার পরে ২৫৩টি ভোটে থমকে ছিলেন বাইডেন। ভারতীয় সময় দুপুর নাগাদ পেনসিলভেনিয়া প্রদেশের ফলাফল সামনে আসে। আর তাতেই এই প্রাক্তন উপরাষ্ট্রপতির জয় সুনিশ্চিত হয়। উল্লেখ্য, বারাক ওবামা রাষ্ট্রপতি থাকাকালীন দু-বার উপরাষ্ট্রপতির দায়িত্ব সামলেছেন বাইডেন। আগামী ২০ শে জানুয়ারি শপথ নেবেন বাইডেন। তার আগে হবু রাষ্ট্রপতির নিরাপত্তা জোরদার করেছে আমেরিকা সিক্রেট সার্ভিস৷ তাদের বেশকয়েকটি দল ইতিমধ্যেই জো বাইডেনের অফিস, বাড়ি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে৷ ফলে হবু রাষ্ট্রপতির নিরাপত্তা নিয়ে তটস্থ সিক্রেট সার্ভিস৷

Next Post

করোনা সংক্রমণের আবহে ক্ষতির মুখে মালা শিল্পীরা

Sun Nov 8 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৮ নভেম্বর :  করোনা আবহ এবছর বদলে দিয়েছে জীবনের স্বাভাবিক ছন্দকে। দুর্গাপূজার পর এবারে কালীপুজোতেও রায়গঞ্জের মালাকার শিল্পীদের ঘরে জমাট বাঁধা অন্ধকার। গত বছরের তুলনায় প্ল্যাস্টিকের রকমারী মালার চাহিদা কমে গিয়েছে প্রায় নব্বই শতাংশ। বিক্রি কমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এই শিল্পীরা। উল্লেখ্য প্রতিবছর […]

আপনার পছন্দের সংবাদ