
নিউজ ডেস্ক, ২০ জুন : অন্যান্য বিশেষ দিনের মতো ফাদার্স ডে তেও সমস্ত বাবাকে উৎসর্গ করে বিশেষ ডুডল তৈরি করেছে বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন গুগল। সন্তানদের জীবনে বাবার অবর্ণনীয় অবদানকে স্বীকৃতি জানাতে এবং উদযাপন করার জন্য নিবেদিত, প্রতিবছর বিশ্বের বেশিরভাগ অংশে জুনের তৃতীয় রবিবার পালিত হয় ফাদার্স ডে।
আজ ফাদার্স ডে। বাবাদের জন্য একটি বিশেষ দিন। এই বিশেষ দিনটি উপলক্ষে গুগল নিয়ে এসেছে অভিনব ফাদার্স ডে’র ডুডল। রঙিন কার্ডের মধ্যে দিয়ে বিশ্বের সমস্ত বাবাদের শুভেচ্ছাবার্তা জানিয়েছে গুগল।ফাদার্স ডে উপলক্ষে এটি গুগলের নবম ডুডল। এবছরের ডুডলটিতে দেখা যাচ্ছে দুটি কার্ড পপ আপ করছে। একটিতে ‘G’ অপরটিতে ‘g’। বাবা ও সন্তানকে বোঝাতে এভাবে বড় ও ছোট হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে। ডুডলে দেখা যাচ্ছে যে ছোট g বড় Gটিকে হার্ট পাঠাচ্ছে। জবাবে বড় G-ও হার্ট দিচ্ছে ছোট g-কে। এর মাধ্যমে বাবা ও সন্তানের ভালোবাসার চিত্র তুলে ধরা হয়েছে।পিতৃ দিবসের ইতিহাস অনেক পুরনো। ১৫০৮ সালে এই দিনটির উল্লেখ রয়েছে।ফাদার্স ডে তারিখ কয়েকটি দেশে পরিবর্তিত হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের তারিখ অনুসারে, পর্তুগাল, স্পেন, ক্রোয়েশিয়া, ইতালির মতো ক্যাথলিক ইউরোপীয় দেশগুলির জন্য ১৯ শে মার্চ পিতা দিবস পালন করা হয় যা সেন্ট জোসেফের দিন। অস্ট্রেলিয়া সেপ্টেম্বরের প্রথম রবিবার এটি পর্যবেক্ষণ করে। নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড নভেম্বরে দ্বিতীয় রবিবার অনুসরণ করে। রাশিয়া 23 ফেব্রুয়ারি উদযাপন করে।
