একাধিপত্যের অভিযোগ গুগলের বিরুদ্ধে, মামলা দায়ের আমেরিকায়

একাধিপত্যের অভিযোগ গুগলের বিরুদ্ধে, মামলা দায়ের আমেরিকায়

নিউজ ডেস্ক , ২১ অক্টোবর :  বিশ্বাস ভঙ্গ এবং অন্যায়ভাবে বাজারে নিজেদের একাধিপত্য স্থাপনের অভিযোগ এনে গুগলের বিরুদ্ধ ঐতিহাসিক মামলা হল আমেরিকায়। ১৯৯৮ সালে মাইক্রোসফটের পরে কোনো টেক জায়েন্টের বিরুদ্ধে এত বড় মামলা আমেরিকায় হয়নি। অভিযোগ অস্বীকার করে মঙ্গলবারই টুইট করেছে গুগলও।

‘অ্যালফাবেট আইএনসি’– এই সংস্থার ছাতার তলাতেই গুগল, ইউটিউব, ক্রোম ইত্যাদি একাধিক কোম্পানি রয়েছে। এই অ্যালফাবেট আইএনসি-র বিরুদ্ধেই মামলাটি করা হয়েছে। আমেরিকার ‘ডিপার্টমেন্ট অফ জাস্টিস’ এবং ১১টি রাজ্য গুগলের বিরুদ্ধে মামলাটি করেছে। গুগলের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রভাব খাটিয়ে গ্রাহকদের নিজেদের সার্চ ইঞ্জিন ব্যবহারে বাধ্য করছে। নিজেদের ক্ষমতার অপপ্রয়োগ করছে গুগল। শুধু তাই নয়, ইন্টারনেটের দুনিয়ায় নিজেদের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে প্রতিযোগিতার বাজার নষ্ট করছে গুগল। ওয়াশিংটন ডিসি-র ফেডেরাল কোর্টে গুগলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওয়েব সার্চে বিশ্বের মধ্যে ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে গুগল। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং মামলা নিয়ে গুগল টুইট করে জানিয়েছে, বিচার বিভাগ যে মামলা করেছে তার কোনও যৌক্তিকতা নেই। কোনও গ্রাহককে তাদের সার্চ ইঞ্জিন ব্যবহারে বাধ্য করে না গুগল। গ্রাহকরা নিজেদের পছন্দেই এই সার্চ ইঞ্জিন ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের মতে, সার্চ ইঞ্জিন হিসেবে মানুষ গুগলকেই বেশী পছন্দ করে তাই নতুন কোনো সার্চ ইঞ্জিনের প্রতি মানুষের বিশ্বাস তৈরি করা খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন তাঁরা।

Next Post

তিন বছর পর আচমকা আবির্ভাব গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংয়ের

Wed Oct 21 , 2020
নিউজ ডেস্ক , ২১ অক্টোবর :  প্রায় ৩ বছর আত্মগোপন করে থাকার পর বুধবার মহাপঞ্চমীর দিন হঠাৎ প্রকাশ্যে দেখা গেল গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংকে। এদিন কলকাতার সল্টলেকে অবস্থিত গোর্খা ভবনের বাইরে বিমল গুরুংকে একটি গাড়ির ভেতরে বসে দেখতে পাওয়া যায়। যদিও সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় গোর্খা […]

আপনার পছন্দের সংবাদ