নিউজ ডেস্ক , ৮ আগস্ট : সরলা ঠকরাল ছিলেন প্রথম ভারতীয় মহিলা বৈমানিক। মাত্র ২১ বছর বয়সেই দেশের প্রথম মহিলা হিসেবে পাইলটের ‘এ’ লাইসেন্স পান তিনি।
রবিবার অর্থাৎ ৮ই আগষ্ট সেই সরল ঠকরালের ১০৭তম জন্মদিন। লাহোর ফ্লাইং ক্লাব থেকে পাইলট হওয়ার প্রশিক্ষণ পান তিনি। প্রাথমিক লাইসেন্স পাওয়ার পর, তিনি লাহোর ফ্লাইং ক্লাবের বিমানে হাজার ঘণ্টা আকাশে উড়েছিলেন তিনি। শাড়ি পরেই বিমান চালাতেন তিনি। সরলা ঠকরালের জন্মদিনে তাঁকে সম্মান জানাতে বিশেষ ডুডল তৈরি করেছে গুগল। তাঁর সম্মানে এদিনের বিশেষ ডুডলটি বানিয়েছেন খ্যাতনামা চিত্রশিল্পী বৃন্দা জাভেরি। ১৯১৪ সালে ৮ই আগষ্ট দিল্লিতে জন্মগ্রহণ করেন সরলা ঠকরাল। পরে তিনি বর্তমান পাকিস্তানের লাহোরে চলে যান। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয়েছিল সরলার। তাঁর স্বামী পিডি শর্মার পরিবারে মোট ৯জন পাইলট ছিলেন। শর্মা নিজে প্রথম ভারতীয় হিসেবে এয়ারমেইল পাইলট লাইসেন্স পেয়েছিলেন। ১৯৩৯ সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান পিডি শর্মা। পরবর্তীতে সরলা কমার্শিয়াল পাইলটের লাইসেন্সের জন্যে আবেদন জানিয়েছিলেন। তবে ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় সিভিল পাইলট প্রশিক্ষণ স্থগিত করা হয়েছিল। তাই কমার্শিয়াল পাইলট হয়ে ওঠা হয়নি। তার পরিবর্তে তিনি ফাইন আর্ট এবং পেইন্টিং শেখা শুরু করেন লাহোরের মেয়ো স্কুল অফ আর্টসে। যেটা এখন ন্যাশনাল কলেজ অব আর্টস নামে পরিচিত। পরবর্তীকালে তিনি দিল্লি তে ফিরে আসেন এবং পেইন্টিং এর উপরই সফল ক্যারিয়ার গড়ে তোলেন। ২০০৮ সালের ১৫ই মার্চ তিনি না ফেরার দেশের উড়ান ধরেন।