ডালখোলা , ১৭ জুলাই : গোপনসূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল মদ, মদ তৈরীর সরঞ্জাম এবং মদ বোঝাই চারটি পিকআপ ভ্যান আটক করল আবগারী দপ্তর। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, চলতি সপ্তাহের বুধবার ওই একই এলাকা থেকে অভিযান চালিয়ে প্রচুর পরিমান জাল মদ ও মদ তৈরির সরঞ্জাম আটক করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ২৮ লক্ষ টাকা। এরপর শনিবার ভোরে ডালখোলা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পিডব্লুডি পাড়ার একটি গোডাউন থেকে এই মদ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরেই এই নকল মদ তৈরির কারবার চলত বলে অভিযোগ। গোপনসূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে ৩২৩৮ লিটার জাল মদ, ২০০ লিটার স্পিরিট, একটি অটোমেটিক বোতল রিফিলিং মেশিন সহ অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে আবগারি দপ্তর। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। এছাড়া ঘটনাস্থল থেকে জাল মদ বোঝাই চারটি পিকআপ ভ্যানকে আটক করে আবগারি দফতরের দলটি। পুলিশের অনুমান, গাড়িতে থাকা মদের কার্টুনগুলির উপরে আম বোঝায় করে অন্যত্র পাচার করার চেষ্টা করছিল জাল মদ চক্রের পান্ডার। যদিও জমির মালিক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এব্যাপারে উত্তর দিনাজপুর জেলার সুপারেন্টেন্ডেট অফ এক্সসাইজ গৌতম পাখরিন জানান, ডালখোলা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের পিডব্লুডি পাড়ার একটি গোডাউনে অভিযান চালিয়ে ৩২৩৮ লিটার বোতল বন্দি জাল মদ, ২০০ লিটার কাঁচা স্পিরিট, হোলোগ্রাম, মদ তৈরির অন্যান্য সরঞ্জাম সহ একটি সেমি অটোমেটিক বোতল ফিলিং মেশিন উদ্ধার করা হয়েছে। এছাড়া চারটি মদ বোঝায় পিকআপ ভ্যান আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ লক্ষ টাকা। জমির মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ