ইটাহার, ১৮ জুলাই : মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের৷ আহত আরো এক। রবিবার ঘটনাটি ঘটেছে ইটাহার ব্লকের বিধিবাড়ী এলাকায় জাতীয় সড়কে। মৃতের নাম সত্যজিৎ সরকার (২০)। সে ইটাহার থানার অন্তর্গত বানবোল গ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে, এদিন সকালে সত্যজিত সরকার ও প্রসেঞ্জিত রায় নামে দুই যুবক ইটাহার বাজারে সবজি বিক্রি করে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বিধিবাড়ি এলাকায় রায়গঞ্জ মুখি একটি লরি পেছন থেকে তাদের সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সত্যজিত সরকারের এবং গুরুতর আহত হয় প্রসেঞ্জিত রায় নামে অপর যুবক। এরপর স্থানীয়রা ছুটে এসে আহতকে উদ্ধার করে ইটাহার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে রায়গঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ইটাহার পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক লরি সহ চালককে আটক করে নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।