হেমতাবাদ , ১৭ জুলাই : বেহাল রাস্তার জেরে সমস্যায় এলাকাবাসীরা। ফলে দ্রুত সমস্যা সমাধানের দাবী জানিয়েছেন তারা। উল্লেখ্য, হেমতাবাদ বিধানসভার অন্তর্গত জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের রুনিয়া মোড় থেকে ডুমুরিয়া মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে মাটির, ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই রাস্তা পাকা করার দাবি জানানো হলেও কোনো লাভ হয়নি। বর্ষার দিনে মাটির রাস্তায় কাদার কারণে চলাচলে সমস্যা হয়। অ্যাম্বুলেন্স পর্যন্ত কাদার কারনে এই রাস্তা দিয়ে রোগী আনতে যেতে পারেনা। এমনকি এই রাস্তা দিয়েই রুনিয়া প্রাথমিক বিদ্যালয় ও রুনিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের চলাফেরা করতে হয়৷ তাই অবিলম্বে এই রাস্তা পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এলাকাবাসীর এই সমস্যার কথা স্বীকার করে জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জোৎস্না বর্মন জানিয়েছেন, বর্তমানে বর্ষার কারণে রাস্তা পাকা করার কাজ সম্ভব হচ্ছে না তবে বর্ষা শেষে এই রাস্তা পাকা করার কাজ শুরু হবে।