নিজস্ব সংবাদদাতা , হেমতাবাদ , ২১ ফেব্রুয়ারি : রবিবার দেশজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই মর্মে বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করছেন সকলে ৷
আজকের দিনেই অর্থাৎ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সাথে জড়িত ছাত্র নেতাদের ওপর গুলিবৃষ্টি করে পুলিশ এবং রক্তরাঙা হয়ে যায় ঢাকার রাজপথ। তারপর থেকেই ভাষা আন্দোলনের সাথে জড়িত শহিদদের স্মরণে এই দিনটি শ্রদ্ধার সাথে পালন করা হয়। তাই আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষ্যে সিনি-র উত্তর দিনাজপুর জেলা ইউনিটের পক্ষ থেকে দেওয়াল পত্রিকার প্রকাশ করা হল রবিবার। এদিন হেমতাবাদের নওদা গ্রাম পঞ্চায়েত এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার কিশোর কিশোরীদের অঙ্কন, কবিতা সহ তাদের বিভিন্ন প্রতিভা দেওয়াল পত্রিকার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। পাশাপাশি আন্তর্জাতিক ভাষা দিবস নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গ। নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান সম্পা বৈশ্য এদিনের অনুষ্ঠানের সূচনা করেন, এছাড়াও সিনি-র পক্ষ থেকে প্রসেনজিৎ দে, আখতারুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন।