নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ৫ সেপ্টেম্বর : এবারে করোনা পজিটিভ হলেন রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের কো অর্ডিনেটর অরিন্দম সরকার। গত ৩ রা সেপ্টেম্বর সোয়াব টেস্ট করান অরিন্দম বাবু। রিপোর্ট করোনা পজিটিভ আসে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। উল্লেখ্য লকডাউন চলাকালীন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রায় প্রতিটি বুথেই অসহায় মানুষদের জন্য ত্রান বিলির কাজ করেছিলেন অরিন্দম বাবু। কোভিড মোকাবিলায় দিনরাত এক করে সরকারী কাজেও সামিল হয়েছিলেন।
এর উপর ছিলো দলের বিভিন্ন কর্মসূচি। করোনা মোকাবিলায় এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তিনি। ২ তারিখে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অরিন্দম বাবু। কোভিড রিপোর্ট পজিটিভ আসায় চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিশিষ্ট জনেরা।