নিউজ ডেস্ক, ৫ সেপ্টেম্বর : অনুমতি ব্যাতিত তৃণমূল নেতা মদন মিত্রর ভিডিওগ্রাফি করার অভিযোগে বালিগঞ্জ থেকে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। মদন মিত্রর অভিযোগ, বিশেষ কাজের প্রয়োজনে তিনজন শুক্রবার বালিগঞ্জে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসেন। সেই সময় তাদের মধ্যে একজন পকেট থেকে মোবাইল বের করে হঠাৎই মদন মিত্রের ভিডিওগ্রাফি করা শুরু করে দেয়। খানিক পরেই বিষয়টি দেখতে পেয়ে মদন মিত্রর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বালিগঞ্জ থানায় খবর দেন। পরে বালিগঞ্জ থানার পুলিশ এসে তিনজনকে গ্রেফতার করে।
ধৃতদের বাড়ি বেলঘরিয়া এলাকায় বলে জানা গেছে৷ কি কারণে ও কাদের নির্দেশে তারা মদন মিত্রের ভিডিওগ্রাফি করছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
কি ঘটেছিল মদন মিত্রের চেম্বারে দেখুন সেই ভিডিও :
https://www.facebook.com/karanazar.newone/videos/169581301315242/