করোনার থাবা গেরুয়া শিবিরে, আক্রান্ত এই বিজেপি নেত্রী

করোনার থাবা গেরুয়া শিবিরে, আক্রান্ত এই বিজেপি নেত্রী

নিউজ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর :   ফের করোনার থাবা গেরুয়া শিবিরে। করোনা আক্রান্ত হলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে তিনি নিজেই টুইট করে একথা জানিয়েছেন।

পাশাপাশি গত পাঁচ দিনে তিনি যাদের সংস্পর্শে এসেছেন তাঁদের সকলকে করোনা টেস্ট করার পরামর্শ দিয়েছেন। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। প্রসঙ্গত, দেশ তথা রাজ্যে ক্রমশই বেড়ে চলেছে করেনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ২৪০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮১ জন। যার মধ্যে শুধু কলকাতায় ৬৬৮ জনের শরীরে মিলেছে এই মারণ ভাইরাস।

Next Post

কেন্দ্রীয় কমিটি থেকে ছাঁটাই হওয়ায় দলের বিরুদ্ধে "বিদ্রোহ" রাহুল সিনহার, হাসির খোরাক নেটদুনিয়ায়

Sun Sep 27 , 2020
নিউজ ডেস্ক, ২৭ সেপ্টেম্বর :    কেন্দ্রীয় কমিটিতে জায়গা না পেয়ে দলের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। এঘটনায় সোশ্যাল মিডিয়াতে হাসির খোরাক হয়ে উঠেছেন তিনি। রসিকতা করে কেউ কেউ বলছেন যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো নির্বাচনে জিততে পারেননি, সেখানে দলকে কি করে জেতাবেন? সুতরাং বিজেপি নেতৃত্ব […]

আপনার পছন্দের সংবাদ