নিউজ ডেস্ক, ১০ অক্টোবর : আর কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গা পুজোর প্রাক্কালে সমস্ত ক্লাবগুলোকে পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি চলতি মাস থেকেই রাজ্যের পুরোহিতদের জন্যে এক হাজার টাকার মাসিক ভাতার কথাও ঘোষণা করেছেন।
আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকেই কার্যত চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন দুর্গাপুরের সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা সৌরভ দত্ত। ভারত ধর্মনিরপেক্ষ দেশ তাই এই দেশে ধর্মের নামে এভাবে সরকার কোনও অনুদান দিতে পারে না। এটি সংবিধানবিরোধী। কিন্তু কোন ভিত্তিতে মুখ্যমন্ত্রী এরুপ অনুদান দিচ্ছেন সেই অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন দুর্গাপুরের সিটু নেতা। উল্লেখ্য ২০১৮ সালে একই ভাবে দুর্গাপূজায় সরকারি অনুদান নিয়ে মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। তখন দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল ক্লাবগুলোকে। এবছর অনুদানের অর্থ বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে। এনিয়ে রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠেছে। সেসময় রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল, দুর্গাপূজা উপলক্ষে নয়, মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সেফ ড্রাইভ সেভ লাইফ” প্রকল্পের আওতায় ক্লাব গুলিকে টাকা দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। যেখানে পুলিশের মাধ্যমে ক্লাবগুলিকে ওই টাকা প্রদানের নির্দেশ দেওয়া হয় শীর্ষ আদালতের পক্ষ থেকে।
মামলাকারী সিটু নেতা সৌরভ দত্তের বক্তব্য, ধর্মাচারের জন্য এভাবে কোন সরকার অর্থ প্রদান করতে পারে না। এটি সংবিধান বিরোধী। পাশাপাশি মহামারী পরিস্থিতির কথা সরকারের মাথায় রাখা উচিত ছিল। এছাড়াও পুরোহিত ভাতার মতো ইমাম ভাতা প্রদান নিয়েও এর আগে মামলা দায়ের হয়েছিল। ওই মামলার পরই ইমামদের ওয়াকফ বোর্ডের মাধ্যমে ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
আগামী বুধবার বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দুর্গাপুজো অনুদান মামলার
শুনানি রয়েছে। ফলে সাম্প্রতিক এই জোড়া ইস্যু নিয়ে এবার কোর্টের আঙিনায় বেশ ‘চাপে’ রাজ্য সরকার।