নিউজ ডেস্ক, ২৫ সেপ্টেম্বর : রাজ্যের আরও এক মন্ত্রী এবার করোনায় আক্রান্ত হলেন। বৃহস্পতিবার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজ়িটিভ আসে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর পরিবারের আরও দু’জন সদস্য সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে মন্ত্রী সহ আক্রান্ত সকলেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের অতিথি নিবাসে আইসোলেশনে রয়েছেন।
জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্যান্টিজেন টেস্ট করা হয়। তার রিপোর্ট পজ়িটিভ আসায় সোয়াবের নমুনাও পরীক্ষা করা হয়। সেই রিপোর্টও পজ়িটিভ আসে৷ তবে স্বস্তির খবর তাঁর শরীরে কোনও উপসর্গ নেই এখনও। উল্লেখ্য এই করোনা আবহেও দলীয় কর্মসূচির পাশাপাশি দফতরের কাজকর্মও তাঁকে সামলাতে হচ্ছে। ছুটতে হচ্ছে একপ্রান্ত থেকে আরেক প্রান্তে। গত ২২ সেপ্টেম্বর নন্দীগ্রামের সোনাচূড়া হাইস্কুলের মাঠে নিশিকান্ত মণ্ডলের স্মরণসভায় অংশ নিয়েছিলেন শুভেন্দুবাবু।
এরপর হলদিয়ায় একটি প্রশাসনিক বৈঠকেও যোগ দিয়েছিলেন তিনি। শরীরে কিছু অস্বস্তি বোধ করায় এরপর তমলুক জেলা হাসপাতালে করোনা পরীক্ষা করান। সেখানেই তাঁর শরীরে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। শুভেন্দুবাবুর পাশাপাশি পরিবারের আরও দু’জন সদস্য সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে মন্ত্রী সহ আক্রান্ত সকলেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের অতিথি নিবাসে আইসোলেশনে রয়েছেন। তবে চিকিৎসার জন্য কলকাতা যাওয়ার কথা রয়েছে পরিবহন মন্ত্রীর।