প্রাণীদের শরীরে করোনা প্রতিষেধক ট্রায়াল সফল, দাবি করল এই সংস্থা

নিউজ ডেস্ক, ১২ সেপ্টেম্বর  : সম্প্রতি এক স্বেচ্ছাসেবককে অক্সফোর্ডের সম্ভাব্য প্রতিষেধক দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। আর তার জেরেই অনিশ্চিত হয়ে পড়েছে অক্সফোর্ডের সম্ভাব্য করোনা (CoronaVirus) প্রতিষেধক। আদৌ তারা লক্ষ্যে পৌঁছাতে পারবে কি না তা নিয়ে যখন সংশয় দেখা দিয়েছে তখন স্বস্তির খবর নিয়ে এল ভারত বায়োটেক। তাদের প্রতিষেধক কোভ্যাক্সিন প্রাণীদের শরীরে প্রয়োগ করার পর তা দারুণ কাজ করেছে বলে জানিয়েছে ওই সংস্থা৷

ছবি – সংগৃহীত

দেশে প্রতিদিন উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। গড়ে প্রায় এক লক্ষ মানুষ প্রতিদিন এই মারণ ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। কিভাবে এই করোনা ভাইরাসকে পিষে মারা যায় তা নিয়ে বিশ্ব জুড়ে চলছে নানা পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা। চলছে বিভিন্ন প্রতিষেধক তৈরির প্রক্রিয়াও। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র প্রতিষেধক তৈরির কাজ শুরু করলেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা প্রতিষেধক তৈরি নিয়ে প্রথমদিকে অনেকটাই সাফল্যের মুখ দেখা গিয়েছিল।

আশার সঞ্চার হয়েছিল সাধারণ মানুষের মধ্যেও কিন্তু সম্প্রতি হঠাৎ এক স্বেচ্ছাসেবককে ওই সম্ভাব্য অক্সফোর্ডের প্রতিষেধক দেওয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন৷ এরপর ট্রায়াল প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এই আশঙ্কার মাঝে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিন সুখবর বয়ে আনল। সংস্থার পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে সম্প্রতি প্রাণীদের শরীরে ভ্যাক্সিন প্রয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে। তারা বলেছেন, প্রাণীদের শরীরে কোভ্যাকসিন প্রতিষেধক প্রয়োগ করার পর তা দারুন কাজ করেছে। উল্লেখ্য কোনো প্রতিষেধক তৈরি করতে গেলে হিউম্যান ট্রায়ালের

পাশাপাশি প্রাণীদের শরীরেও প্রয়োগ করতে হয়৷ ভারত বায়োটেক সেই নিয়ম পালন করে কুড়িটি বাঁদরকে ৪ ভাগে ভাগ করে ভাক্সিন দিয়েছিল। প্রাণীদের মধ্যে সেই ট্রায়াল’ সফল হয়েছে বলে দাবি ভারত বায়োটেক৷ ভ্যাক্সিন দেওয়ার পর তিন সপ্তাহের মধ্যে ওই প্রাণীদের শরীরে ইমিউনোগ্লোবিউলিন এন্টিবডি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এছাড়াও এখনও পর্যন্ত কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও লক্ষ্য করা যায় নি বলে টুইটে এখবর জানিয়েছে ভারত বায়োটেক।

 

Next Post

অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত

Sat Sep 12 , 2020
নিউজ ডেস্ক, কালিয়াচক ১২ই সেপ্টেম্বর :   এটিএম লুঠের ২২ দিন বাদে পুলিশের জালে মূল অভিযুক্ত ধরমবীর শর্মা। সে উত্তরপ্রদেশের মথুরার বাসিন্দা। পুলিশ সুত্রের খবর, গত ১৯শে আগষ্ট মালদা জেলার সুজাপুরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে চুরি যায় প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা।  এরপরই ২০শে আগষ্ট ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে মালদা […]

আপনার পছন্দের সংবাদ