নিউজ ডেস্ক, ১২ই সেপ্টেম্বর : করোনা মুক্ত হয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন ভারতীয় দল তথা চেন্নাই সুপার কিংসের বোলার দীপক চাহার (Deepak Chahar)। ভারতীয় দলের ২ খেলোয়াড় সহ শিবিরের যে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছিল, করোনা পরীক্ষা হলে গত মঙ্গলবার তাদের সকলের রিপোর্ট নেগেটিভ আসে। সকলে করোনামুক্ত হলেও অনুশীলনে মাঠে নামার অনুমতি পায়নি সি এস কে র শিবির। গত বৃহস্পতিবার ফের তাদের করোনা পরীক্ষা হয়। সেক্ষেত্রে করোনা রিপোর্ট নেগেটিভ হয়েছে। তাই শুক্রবার এবং শনিবার অনুশীলন করতে দেখা গেল ভারতীয় জাতীয় দলের তারকা বোলার দীপক চাহারকে।
বেশ কিছুক্ষণ নেটে বোলিং অনুশীলন করেন চাহার।প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তিনি। তবে আরো এক তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাপারে তেমন কিছু বলেনি সি এস কে শিবির। জানা গিয়েছে তার অবস্থা আপাতত স্থিতিশীল।
উল্লেখ্য, আই পি এলে সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে যাওয়ার সময় থেকে করোনা সমস্যায় জর্জরিত ছিলো চেন্নাই শিবির। ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার সহ ১৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ হয়। দলের বেশ কয়েকজনের রিপোর্ট করোনা পজিটিভ হওয়ায় নিজের সন্তানদের সুরক্ষার কথা ভেবে দেশে ফিরে আসেন রায়না। রায়না দেশে ফিরে আসায় তার জায়গায় কে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে তা যথারীতি ভাবাচ্ছে সি এস কে শিবিরকে।
রায়নার পরে চেন্নাই শিবিরের আরো এক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং নিজের নাম ২০২০ আই পি এল থেকে প্রত্যাহার করে নিয়েছেন। তবে ইতিমধ্যেই সকলের রিপোর্ট নেগেটিভ হওয়ায় স্বস্তির হাওয়া শিবিরে। আপাতত সব ভুলে অনুশীলনে যোগ দিয়েছে সি এস শিবিরের সকলে। ১৯ শে সেপ্টেম্বরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। মুম্বাই ইন্ডিয়ানস এর বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলার ব্যাপারে আশাবাদী চাহার।