নিউজ ডেস্ক , ১৩ অক্টোবর : মোবাইল ফোনের তেজস্ক্রিয়তা থেকে বাঁচতে চান, তবে নিতে পারেন গোবর দিয়ে তৈরি মোবাইলের চিপ – এমনটাই দাবী করলেন রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাথেরিয়া। তার আরো দাবী গোবরে তৈরি পণ্য বাড়িতে রাখলে তেজস্ক্রিয়তার হাত থেকে রক্ষা পাবে গোটা বাড়ি।
তার এই বক্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। গোবরজাত পণ্য প্রচারের লক্ষ্যে সোমবার থেকে দেশব্যাপী কামধেনু দীপাবলি অভিযানের সুচনা করেন বল্লভভাই। এরই পরিপ্রেক্ষিতে এক সাংবাদিক বৈঠক করেন রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাথেরিয়া। এই আয়োগ কেন্দ্রীয় পশুপালন ও গবাদিপশু মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা।এই আয়োগের তৈরি চিপের নাম রাখা হয়েছে গৌসত্ত্বা কবচ। এই চিপ তৈরি করেছে গুজরাটের রাজকোটের শ্রীজি গৌশল।সোমবার চিপের উদ্বোধন অনুষ্ঠানে এসে তুলে ধরেন গোবর মাহাত্ম্যর প্রসঙ্গ।পাশাপাশি তোলেন অক্ষয়কুমারের প্রসঙ্গও। অভিনেতাও যে গোমুত্র পান করে উপকার পেয়েছেন তুলে ধরেন সে কথাও।উল্লেখ্য এর আগেও গোবর ব্যবহারের নানান উপকারিতা নিয়ে বিজেপি নেতাদের বিভিন্ন মন্তব্য বিতর্ক তৈরির পাশাপাশি জুগিয়েছিল হাসির খোরাকও। এই ঘটনা যে তাতে নতুন করে ইন্ধন জোগালো তা বলাই বাহুল্য।