নিউজ ডেস্ক , ১৩ অক্টোবর : যোগগুরু নামেই তিনি বিখ্যাত। সকাল-বিকাল যোগ নিয়েই পড়ে থাকেন। এবারে হাতির পিঠে উঠেও যোগ ব্যায়াম শেখালেন তিনি। তবে হাতির পিঠে যোগ ব্যায়াম করাটা একটু ছন্দপতনই হল তাঁর। আমচকাই হাতির পিঠ থেকে পড়ে যান তিনি। যদিও সঙ্গে সঙ্গেই নিজেকে সামলে নেন যোগ গুরু বাবা রামদেব। দেখুন ভিডিও
https://www.facebook.com/rctvsangbadrgj/videos/1344191155935948/?t=3