নিউজ ডেস্ক , ১৩ অক্টোবর : এখনও চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ৷ মঙ্গলবার বেলভিউ হাসপাতাল থেকে দেওয়া রিপোর্টে এমনই জানানো হয়েছে। স্যোশাল মিডিয়াতেও এমনই তথ্য দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বোস। যদিও ইতিমধ্যেই নানা গুজব ছড়িয়েছে। যা যথেষ্ট অস্বস্তিকর তার পরিবারের সদস্যদের কাছেও।
যদিও কিছুটা চিকিৎসায় সাড়া দেওয়ার খবরে আশায় বুক বাধছেন বর্ষীয়ান এই অভিনেতার অসংখ্য গুনমুগ্ধরা ৷ জানা গেছে বাইপ্যাপ সাপোর্ট অর্থাৎ নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে ৷ পাশাপাশি চলছে কোভিডের চিকিৎসা। দুবার প্লাজমা থেরাপি করা হয়েছে। সোমবার রাতে তার শারীরিক অবস্থার ফের অবনতি হয়। যদিও সৌমিত্র এমআরআই রিপোর্ট স্বাভাবিক বলে জানা গেছে।তার শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নেই। এ দিন ইকো, ইসিজি এবং রক্তপরীক্ষা করা হয়। আপাতত করোনার সাথে আপ্রাণ লড়াই চালাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন আপামর বাঙালি।