
মানিকচক, ৫ ডিসেম্বর : গোপন সূত্রে খবর পেয়ে চোরাই মোবাইল সহ এক যুবককে গ্রেফতার করল মালদা জেলার মানিকচক থানার পুলিশ। শনিবার রাতে মানিকচক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম সন্তোষ মন্ডল। তার বাড়ি মানিকচক বাঁধ এলাকায়। শনিবার রাতে উদ্দেশ্যহীনভাবে মানিকচক বাসস্ট্যান্ড এলাকায় সন্তোষ মন্ডল নামে যুবক ঘোরাঘুরি করছিল। তা দেখে সন্দেহ হয় কর্মরত পুলিশকর্মীদের। এরপর পুলিশকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এরপর তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে দুটি নামিদামি কোম্পানির চোরাই মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা সেবিষয়ে তদন্ত করার পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
