এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নড়েচড়ে বসল কেন্দ্র, পৃথক তদন্তে বিশেষজ্ঞ কমিটি

ডিজিটাল ডেস্কঃ অহমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) কারণ অনুসন্ধানে বিশেষ তদন্তে নামছে কেন্দ্র। শুক্রবার গভীর রাতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Ministry of Civil Aviation) জানিয়েছে, একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার নেপথ্যে আসল কারণ কী, তা খুঁজে বের করাই এই কমিটির মূল লক্ষ্য। তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব (Union Home Secretary)। কমিটিতে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) ও অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের (Civil Aviation Ministry) একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

আরও পড়ুনঃ মৃত্যুর মুখ থেকে ফিরলেন ভূমি, ১০ মিনিট দেরির কারণেই রক্ষা

বিমান পরিবহণ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনার পিছনে কোনও যান্ত্রিক ত্রুটি, মানবিক ভুল নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখবে কমিটি। একই সঙ্গে উড়ানের নিরাপত্তা সংক্রান্ত বর্তমান ‘এসওপি’ বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (Standard Operating Procedure) যথাযথ মানা হচ্ছে কিনা, তাও খতিয়ে দেখা হবে।

মন্ত্রক আরও জানিয়েছে, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে কী কী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত, তার সুপারিশও পেশ করবে এই কমিটি।

এদিকে, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের অধীনস্থ ‘এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো’ (Aircraft Accident Investigation Bureau – AAIB) ইতিমধ্যেই পৃথক তদন্ত শুরু করেছে। ২০১২ সালে গঠিত এই সংস্থাই বর্তমানে দেশের সব বড় বিমান দুর্ঘটনার তদন্ত করে। তবে সমান্তরালভাবে বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA) নিজেদের মতো করে আলাদা তদন্ত চালাবে বলেও জানা গিয়েছে।

এয়ার ইন্ডিয়ার (Air India) ওই বিমানটি কেন দুর্ঘটনায় পড়ল, আদৌ কোনও কারিগরি ত্রুটি ছিল কিনা বা পাইলটের কোনও সিদ্ধান্ত ভুল ছিল কিনা— সমস্ত দিক খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র।

Next Post

আইসিকে গালিগালাজ, বিতর্কে জর্জরিত অনুব্রত এবার বড় মায়ের দয়ার আশায়

Sat Jun 14 , 2025
ডিজিটাল ডেস্কঃ সময় যেন কিছুতেই সহায় হচ্ছে না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)-এর। একের পর এক সমস্যায় জর্জরিত তৃণমূলের বীরভূমের প্রাক্তন সভাপতি। ২০২২ সাল থেকেই তাঁর জীবনে চলছে লাগাতার দুর্ভাগ্য। জেলে থাকাকালীনও রাজনীতিতে ফেরা কিংবা জেলা সভাপতির পদ ফিরে পাওয়ার আশায় ছিলেন অনুব্রত। কিন্তু দলীয় শীর্ষ নেতৃত্বের নির্দেশে সে আশাও ভেস্তে […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম