আরসিটিভি সংবাদ : এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় এখনও পর্যন্ত আহতের সংখ্যা কমপক্ষে কুড়ি।
বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে হেমতাবাদ থানার বাঙ্গাল বাড়ি মোড় এলাকায়। জানা গিয়েছে যাত্রীবাহী বাসটি রায়গঞ্জ থেকে বালুরঘাট এর দিকে যাচ্ছিল। অন্যদিকে উল্টোদিক থেকে আসছিল লরিটি।
আরও পড়ূন – রায়গঞ্জের নামি শপিংমল চার টাকার জন্য দন্ডি গুনলো চার হাজার টাকা !
বাঙ্গাল বাড়ি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে হেমতাবাদ থানার পুলিশ।
আরও পড়ূন – ১৭ বছরের মৃত নাবালকের ময়নাতদন্তে বয়স ৩৪, হাসপাতালের এমন রিপোর্ট দেখে চোখ কপালে
আরও পড়ূন – ছাত্রীকে দিয়ে শৌচালয় পরিষ্কার করানোর অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে