নিউজ ডেস্ক,৭ফেব্রুয়ারিঃ পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে দিয়ে শৌচালয় পরিষ্কার করানোর অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের কুড়মাইল নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে৷ ঘটনায় তীর ক্ষোভ ছড়িয়েছে স্কুলের অভিভাবকদের মধ্যে।
ছাত্রীর বাবা জানিয়েছেন স্কুলের এক শিক্ষিকা তার মেয়েকে দিয়ে নোংরা শৌচালয় সাফাইয়ের কাজ করান৷ বাড়িতে যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল সে। কেন এমনটা হল তা জিজ্ঞেস করতেই মেয়ের মুখ থেকে বেরিয়ে আসে সেই ঘটনা৷
আরও পড়ুন- স্টেশন বাজার ঘিরে দোলাচলে ব্যবসায়ীরা
কেন শিক্ষার্থীদের দিয়ে শৌচালয় পরিষ্কার করানো হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই ছাত্রীর বাবা। মঙ্গলবার ঘটনা জানতে পেরে ওই স্কুলে যান জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতি সন্তোষ হাঁসদা। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন